বরগুনা: জেলার পাথরঘাটায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কের কাকচিড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সকলের বাড়ি কাকচিড়া ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের গতি বেশী থাকায় রাস্তার পাশে থেমে থাকা গাছ বোঝাই একটি ট্রাকের সামনে আঘাত করে তারা রাস্তায় ছিঁটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাকচিড়া বাজারের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তিন জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু সাংবাদিকদের বলেন, সড়কে দাড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিন জনকেই মৃত ঘোষণা করেন।
বিএনএ,জিএন
Total Viewed and Shared : 1662