16 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মিয়ানমার ইস্যুতে আসিয়ানভুক্ত দূতদের ব্রিফিং

মিয়ানমার ইস্যুতে আসিয়ানভুক্ত দূতদের ব্রিফিং

আসিয়ানভুক্ত দূতদের ব্রিফিং

বিএনএ ডেস্ক: সীমান্তে মিয়ানমারের গুলি ও মর্টার শেল নিক্ষেপের বিষয়টি ঢাকায় নিযুক্ত অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) দেশগুলোর দূতদের জানিয়েছে সরকার। এক্ষেত্রে ঢাকার অবস্থান পরিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেক্ষেত্রে আসিয়ানের সমর্থন চাওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় আসিয়ানের যেসব রাষ্ট্রদূত আছেন, তাদের নিয়ে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম মিয়ানমার ইস্যুতে সীমান্তে যে সব কর্মকাণ্ড হচ্ছে, সেগুলো রাষ্ট্রদূতদের জানান।

বৈঠকে দূতদের ব্রিফিংয়ের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিকভাবে তাদের (আসিয়ান) গুরত্বটা বেশি। তারা ওই ফোরামের সদস্য। এ কারণে তারা বিশেষ গুরুত্ব রাখে। তাদের বলা হয়েছে, মিয়ানমারের মর্টারের গোলা এসে পড়ছে, এয়ার ফায়ারিং হচ্ছে, আমাদের আকাশসীমা লঙ্ঘন করা হচ্ছে। এগুলো যেমনি প্রাণহানি ঘটাচ্ছে, তেমনি মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করছে। মানুষের জীবিকার ওপর প্রভাব পড়ছে, আতঙ্ক ছড়াচ্ছে। সেখান থেকে মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। এগুলো কোনোভাবেই কাম্য নয়।

মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের এসব কাজের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এসবের ভুক্তভোগী আমরা। মিয়ানমারের দূতকে ডেকে বিষয়টি জানানোর বিষয়টিও তাদের জানানো হয়েছে।

আসিয়ানের দূতদের অবস্থানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বলেছেন, এগুলো অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন তারা। সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ