22 C
আবহাওয়া
৮:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে নবজাতক চুরির অভিযোগে নারী আটক

ঝিনাইদহে নবজাতক চুরির অভিযোগে নারী আটক

নবজাতক চুরি

বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির অভিযোগে খাদিজা খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।  সোমবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, সোমবার দুপুরে শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের রাসেল হোসেনের ৫ দিন বয়সী কন্যা শিশুকে ছাড়পত্র দেয় চিকিৎসক। পরিবারের লোকজন বাড়িতে যাওযার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেসময় খাদিজা খাতুন নামের ওই নারী শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

৫ম তলা থেকে লিফটের নিচে এলে শিশুটির পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাধা দেয়। পরে স্থানীয়রা তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। খাদিজা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বাথান গ্রামের ঝন্টুর তালাকপ্রাপ্ত স্ত্রী ও বানিয়াকান্দর গ্রামের মৃত সোনাউল্লাহর মেয়ে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ