বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে মানিক(৩৭) নামের এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার( ১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চিকদাইর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।মানিক ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নেওয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহাম্মদের পুত্র।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, রাউজান থানার অফিসার ইনচার্জের নির্দেশে চিকদাইর ইউনিয়নে অভিযান চালিয়ে মানিক নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন,ধৃত অবৈধ অস্ত্র ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৩ তারিখ-১৮/০৯/২২) রুজু শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
বিএনএ/ শফিউল আলম, ওজি