20 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সানজিদার স্ট্যাটাসে ভক্তদের ভালবাসা

সানজিদার স্ট্যাটাসে ভক্তদের ভালবাসা

সানজিদার স্ট্যাটাস

বিএনএ ডেস্ক: ষষ্ঠ সাফ ওমেনস চ্যাম্পিয়নশিপ ২০২২-এর ফাইনাল বিকেল সোয়া ৫টায়। শিরোপা জয়ের জন্য নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বাংলাদেশের যেকোনো প্রাপ্তিতে দেশের মানুষ উচ্ছ্বসিত হয়। তবে, আজকের ম্যাচে ফাইনালের উত্তেজনা ছাপিয়ে গেছে নারী ফুটবল দলের সদস্য সানজিদা আখতারের একটি ফেসবুক পোস্ট।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ফাইনাল নিয়ে সানজিদা লেখেন, ‘যারা আমাদের এই স্বপ্নকে আলিঙ্গন করতে উৎসুক হয়ে আছেন, সেই সকল স্বপ্নসারথিদের জন্য এটি আমরা জিততে চাই। নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই।

ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই। আমাদের এই সাফল্য হয়তো আরো নতুন কিছু সাবিনা, কৃষ্ণা, মারিয়া পেতে সাহায্য করবে। অনুজদের বন্ধুর এই রাস্তাটুকু কিছু হলেও সহজ করে দিয়ে যেতে চাই।’

সানজিদা খাতুনের এই পোস্টটি হৃদয় ছুঁয়েছে দেশের লাখো ফুটবল ভক্তের। ফাইনালে নারী ফুটবল দলের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ