বিএনএ,ক্রীড়া ডেস্ক : চতুর্থ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২১০ রানের জয় তুলে নেয় তারা । সেই ধারাবাহিকতা সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে দেখা যাচ্ছে আফগান শিবিরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফলে পঞ্চম ম্যাচটি নিয়ম রক্ষার। এই ম্যাচে রোববার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এসএম মেহেরাব।
শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। মাহফিজুল ইসলাম (১১) আর ইফতেখার হোসেন (২৬) উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৮ রান।
কিন্তু ১২তম ওভারে এই জুটি ভাঙার পরই ব্যাটিং ধসে পড়ে টাইগারদের। আফগান বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে আবদুল্লাহ আল মামুনের ব্যাট থেকে। আফগান বোলারদের মধ্যে বিলাল সামি আর নানগেয়ালিয়া খারোতে ৩টি করে উইকেট নিয়েছেন।
বিএনএ/ ওজি