28 C
আবহাওয়া
১১:৫৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৫
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে জানালেন আইন উপদেষ্টা


বিএনএ, ঢাকা: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। এমনটি জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।  আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’

এক প্রশ্নে জবাবে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটি রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেনই। বাংলাদেশে ট্রেডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ