24 C
আবহাওয়া
১২:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » এস আলমের ৬ ব্যাংকের ঋণ ও এলসি খোলায় নিষেধাজ্ঞা

এস আলমের ৬ ব্যাংকের ঋণ ও এলসি খোলায় নিষেধাজ্ঞা

এস আলমের ৬ ব্যাংকের ঋণ ও এলসি খোলা বন্ধ

বিএনএ, ঢাকা: নামে-বেনামে ঋণ ও অর্থপাচার প্রতিরোধে শেখ হাসিনার সরকারের সাথে ঘনিষ্ট এস আলম গ্রুপের ৬ ব্যাংকের ঋণ বিতরণ ও এল‌সি খোলায় নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।সোমবার (১৯ আগস্ট ২০২৪) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য প্রকাশ করেন।

ব্যাংকগুলো হল, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

মো. মেজবাউল হক জানান, ১৯ আগস্ট ২০২৪ থেকে অনির্দিষ্টকালের জন্য এ ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এল‌সি খোলা বন্ধ থাকবে।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের‌ চি‌ঠিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যাংক নতুন করে ঋণ বিতরণ করতে পারবে না। আগের ঋণ নবায়নও করতে পারবে না। তবে কৃষি, চলতি মূলধন, এসএমই, আমানতের বিপরীতে ঋণ ও প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ কোটি টাকা পর্যন্ত দিতে পারবে। ৫ কোটি টাকার বেশি হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে।

এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ