19 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিআরবি থাকুক চির অম্লান এবং প্রকৃতিময়-সংহতি ৮৭-৮৯

সিআরবি থাকুক চির অম্লান এবং প্রকৃতিময়-সংহতি ৮৭-৮৯

সংহতি ৮৭-৮৯

বিএনএ, চট্টগ্রাম : সিআরবি তে শ্যামল সৌন্দর্য রক্ষায় আসুন ঐক্যমত গড়ি” এই শ্লোগান কে সংগী করে সংহতি ৮৭-৮৯ এর আয়োজনে  বৃহস্পতিবার বিকেল চারটায় সিআরবির ঐতিহাসিক শিরীষতলা প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, ক্যাডেট ফোরাম চট্টগ্রাম, ফ্রেন্ডস ৮৭, দুর্বার, প্রজন্মধারা বিপনি-বিতান সহ আরো সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

 

উক্ত সমাবেশ সঞ্চালনা করেন মাসিক প্রাণপ্রকৃতি পত্রিকার সম্পাদক  নিজাম উদ্দিন শারুদ। প্রতিবাদি কবিতা আবৃত্তি করেন হামিদা নীরু ও পারভিন মিমি।নৃত্য পরিবেশনায় ছিলেন মেহেনাজ সেতুলী।বক্তব্য রাখেন,সৈয়দা রিফাত আক্তার নিশু,শারদ মাজহার,কানিজ লাকী,ডাক্তার সালাম ওসমানী, ডাক্তার ফজলে রাব্বী প্রমুখ ।

No description available.

বক্তারা  সি আর বি বাঁচাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।তারা মাননীয় সরকারের কাছে এই প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার্ আহবান জানান।  শেষে সংহতি ৮৭-৮৯ পক্ষে  সি আর বি এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ