19 C
আবহাওয়া
২:২২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মাদ হাই জকীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা-২০ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ। আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান ও আইন শৃংখলা কমিটির উপদেষ্টা মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ও থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) আতিকুর রহমানসহ আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিং ও ফেইক আইডির বিষয়সহ আইনশৃংখলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আইন-শৃঙ্খলা কমিটির মূখ্য উপদেষ্টা স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ বলেন, সরকার দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। তাই অপরাধ প্রবণতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিএনএনিউজ/ইমরান,মনির

Loading


শিরোনাম বিএনএ