বিএনএ, কুবিঃ আন্তর্জাতিক ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দু’দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) ও বুধবার (১৮ আগস্ট) নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে অনলাইন প্লাটফর্ম জুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৯ আগস্ট ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের এডভাইজার ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৬-‘১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জহির রায়হান। স্পিকার হিসেবে ছিলেন ২০২১ হাল্ট প্রাইজ চিটাগং ইম্পেক্ট সামিটের লিড অর্গানাইজার তৌফিক আহমেদ উচ্ছ্বাস।
দু’দিন ব্যাপি এ কর্মশালায় প্রশিক্ষকরা মূলত অন ক্যাম্পাস প্রোগ্রাম পরিচালনা, বাণিজ্যিক যোগাযোগ, বিচারক ব্যবস্থাপনা ও পেশাদার মেইলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। ‘পৃথিবীকে স্বরূপে ফেরানো’র স্লোগানকে সামনে রেখে এবারে ‘জবস নাউ’ চ্যালেঞ্জ দিয়েছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। এর মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ নিয়েছে সংগঠনটি।
বিএনএনিউজ/হাবিবুর,মনির