18 C
আবহাওয়া
১২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফটো সাংবাদিক দিদার আর নেই

ফটো সাংবাদিক দিদার আর নেই

দিদারুল আলম

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর চট্টগ্রাম অফিসের সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম(৫২) আর নেই।

No description available.

বৃহস্পতিবার(১৯জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ভাই বোন রেখে গেছেন। ‌

দিদারুল আলম চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক পরিচালক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার  রাত ১১টার দিকে শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটির বাসায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  বৃহস্পতিবার আইসিউতে হাইফ্লো নেজাল দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তাঁর। ‌এক মাস আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন ।‌করোনা পরবর্র্তী শারীরিক জটিলতার কারণে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

দিদারুল আলম আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এবং সাংবাদিক হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ