18 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আদালতের কাঠগড়ায় কাঁদলেন পরীমনি

আদালতের কাঠগড়ায় কাঁদলেন পরীমনি

আদালতের কাঠগড়ায় কাঁদলেন পরীমনি

বিএনএ, ঢাকা :  তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য  বৃহস্পতিবার(১৯ আগস্ট) সাড়ে ১১টার দিকে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে  আদালতের কাঠগড়ায় নেয়া হয়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে থাকেন পরীমনি। বারবার তাকে হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়।

ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে পরীমনিকে আনা হয়।এর আগে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে রাখা হয় আদালতের হাজতখানায়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধারের কথা জানায় র‌্যাব। এছাড়া বাসা থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়।

এরপর রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে গাড়িটি কুর্মিটোলায় র‌্যাব সদরদফতরে পৌঁছায়। সেখানে রাত ১২টা পর্যন্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে র‌্যাব। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টার পর পরীমনিসহ চারজনকে বনানী থানায় নিয়ে আসা হয়।

এরপর র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় করে।

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ