19 C
আবহাওয়া
৩:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাজী আরেফ হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

কাজী আরেফ হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক

কাজী আরেফ

বিএনএ ডেস্ক :  জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তবে কখন কীভাবে আটক করা হয়েছে তা জানা যায়নি। বৃহস্পতিবার বেলা ১১টায় র‌্যাব মিডিয়া সেন্টারে এ ব্যাপারে ব্রিফ করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী সমাবেশ চলাকালে সন্ত্রাসীরা কাজী আরেফ আহমেদসহ ৫ নেতাকে ব্রাশফায়ারে হত্যা করে।দেশব্যাপী আলোচিত এ হত্যার ঘটনায় দৌলতপুর থানার তৎকালীন ওসি ইসাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালত এ মামলার ২৯ আসামির মধ্যে ১০ জনকে ফাঁসি ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ জনকে বেকসুর খালাস দেন।

বিএনএ/ ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ