27 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে সংঘর্ষ, গুলি নিয়ে যা বলছে পুলিশ

বরিশালে সংঘর্ষ, গুলি নিয়ে যা বলছে পুলিশ

বরিশাল

বিএনএ বরিশাল, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক।  বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাতে দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েকশ নেতা-কর্মী তার বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

এরপর ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, ‘এখানে বিলবোর্ড লাগানো ছিলো। কিছু স্থানীয় ছেলে সেগুলো খুলে ফেলছিল। ইউএনও রাতে এগুলো খুলতে নিষেধ করেন। যা করার পরদিন করতে বলেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। তারা ইউএনও’র বাসার ভেতরেও যায়। সেখানে যে আনসার সদস‌্য ছিলো তাদের সঙ্গে ঝামেলা হয়। তখন তারা শটগান থেকে গুলি করেছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে এখনও সঠিক সংখ‌্যা জানা যায়নি। জেলা কমান্ডার আছেন তিনি এ বিষয়টি দেখছেন। তাদেরও কিছু লোকজন আহত হয়েছেন। আমদের লোকজনও আহত হয়েছেন। আমি দু’তিন জন পুলিশকে আহত অবস্থায় দেখলাম। আনসার সদস‌্যও আছেন।’

পুলিশের সঙ্গে সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘এটা সংঘর্ষ নয়, আমরা তাদের সরিয়ে দিয়েছি। যেহেতু ইউএনও’র বাসায় ঘটনা ঘটেছে। তাদের সরিয়ে দেওয়ার জন‌্য যা কিছু করা লাগে তাই করেছি।’

আন্দোলনকারীরা দাবি করেছে তাদের ওপর গুলি করা হলে বিক্ষুব্ধ হন, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তদন্তে বেরিয়ে আসবে। আসলে কী হয়েছিল। যেহেতু তারা ইউএনও’র বাসা পর্যন্ত গেছে সেহেতু আইন ভঙ্গের ব‌্যাপার আছে।’

ছাত্রলীগ, যুবলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন এটা সত‌্য কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘না আমরা এমন কিছু শুনিনি।’

ঘটনার পর বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুাহ মুনিম বলেন, ‘নগর পরিছন্ন রাখার লক্ষে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে কর্মচারীরা নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন অপসারণের কাজ করছিল। রাত ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে জাতীয় শোক দিবসের ব্যানার অপসারণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও তার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা হয় আওয়ামী লীগ কর্মীদের।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ