25 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মাজিয়াকে হারিয়ে এএফসি কাপের শুরু বসুন্ধরা কিংসের

মাজিয়াকে হারিয়ে এএফসি কাপের শুরু বসুন্ধরা কিংসের

মাজিয়াকে হারিয়ে এএফসি কাপের শুরু বসুন্ধরা কিংসেরফাইল ছবি

বিএনএ,স্পোর্টসডেস্ক : এএফসি কাপে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারিয়েছে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে । বুধবার (১৮ আগস্ট) রাতে মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই জয়ে“ডি” গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা কিংস।

খেলায় ২৫ তম মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা । অবশ্য এই এগিয়ে যাবার পিছনে ভূমিকা রাখে মাজিয়া ক্লাবের মোহাম্মেদ ইরুফান ।নিজেদের বক্সে উচু করে বল দেয় ইরুফান কিন্তু মাজিয়ার গোল রক্ষক বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়।

৩৮ তম মিনিটে  আবারও গোলের দেখা পায় কিংস। মাজিয়ার অধিনায়ক ইরুফানের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জালে বল জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো।

শনিবার ( ২১ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির বিপক্ষে মাঠে নামবে কিংস।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ