বিএনএ, নেত্রকোণা: জাতীয় সংসদের নেত্রকোণা-৪ (মদন-খালিয়াজুরি-মোহনগঞ্জ) আসনে আগামী ২ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ গ্রহণে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষ হতে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। তারই অংশ হিসেবে আওয়ামীলীগের ধানমন্ডির কার্যালয় থেকে মঙ্গলবার (১৮ জুলাই) থেকে বুধবার (১৯ জুলাই) দুইদিনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহনগঞ্জের সাজ্জাদুল হাসান মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার শফী আহমেদ।
অন্যান্য দলসমূহের মাঝে তেমন আগ্রহ পরিলক্ষিত না হলেও আসন্ন উপ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে বেশ চাঞ্চল্য দেখা যাচ্ছে। এখন সকলেরই লক্ষ্য ভোটের আগে জেতা, অর্থাৎ দলীয় মনোনয়ন লাভ। এ জন্য নেতাদের অনেকেই নিজ নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আওয়ামীলীগের ধানমন্ডির কার্যালয় থেকে মঙ্গলবার সাজ্জাদুল হাসান এবং বুধবার শফী আহমেদ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দলীয় একাধিকসূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মদন, খালিয়াজুরি ও মোহনগঞ্জ এই তিন উপজেলা নিয়ে সংসদীয় আসন ১৬০ (নেত্রকোণা-৪) গঠিত। সাজ্জাদুল হাসানের বাড়ি মোহনগঞ্জ উপজেলায়। তার পিতা ডা. আখলাকুল হোসাইন আহমেদ তৎকালীন পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। এ ছাড়াও তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বড় ভাই বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারক। আর তিনি নিজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও পরবর্তীতে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।
শফী আহমেদের বাড়ি খালিয়াজুরী উপজেলায়। তিনি একজন সজ্জন ব্যক্তি ও জনপ্রিয় নেতা। দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতির সাথে যুক্ত থেকে এলাকায় তিনি বিশাল কর্মী-বাহিনী গড়ে তুলেছেন। ২০০৬ সালের নির্বাচনে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভ করেন। কিন্তু, এক-এগারোর প্রেক্ষাপটে সে নির্বাচন হয়নি। এরপর ২০০৮ সালে তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়। তবে, শেষমেশ দলীয় মনোনয়ন চলে যায় রেবেকা মমিনের হাতে, বঞ্চিত হন শফী আহমেদ।
এই আসনে আওয়ামীলীগের হয়ে নির্বাচনে অংশ গ্রহণের জন্য সাজ্জাদুল হাসান ও শফী আহমেদ ছাড়াও সরকারের বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার, মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল প্রমুখের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, রেবেকা মমিন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি গত ১১ জুলাই তারিখে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগমী ২৪ জুলাই মনোনয়নপত্র দাখিল ও ২ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম