26 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সাইকেলে ৬৪ জেলা ঘুরলেন কাপ্তাইয়ের কুমার তঞ্চঙ্গ্যা

সাইকেলে ৬৪ জেলা ঘুরলেন কাপ্তাইয়ের কুমার তঞ্চঙ্গ্যা


বিএনএ, রাঙামাটি : দেশের ৬৪ জেলা সাইকেলে করে ঘুরে বাড়িতে ফিরেছেন রাঙামাটির কাপ্তাইয়ের বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা।

মঙ্গলবার (১৮ জুন) ৬৪ জেলা ভ্রমণ শেষে নিজ জেলা রাঙামাটিতে এসে সমাপ্তি ঘোষণা করেন এই তরুণ।

সে কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের কুকিয়াছড়ি এলাকার সুশীল তঞ্চঙ্গ্যা এবং মাতা কুশিক্কো তঞ্চঙ্গ্যার সন্তান। বীর কুমার তঞ্চঙ্গ্যা পাহাড়ী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রথম সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ করলেন।

জানা যায়, গত ৮ই জুন বাই-সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণে বের হন। প্রথমে ফেনী জেলা অতিক্রম করে অন্যান্য জেলা ভ্রমণ শুরু করেন। এ সময় তিনি তিনটি বিষয়ে প্রচারণা চালান, (১) গাছ কাটা থেকে বিরত থাকুন, (২) বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু রোধ করুন, (৩) রক্ত দান করুন, মানুষের জীবন বাঁচান।

বীর কুমার তঞ্চঙ্গ্যা ৬৪ জেলার বিভিন্ন সাইকেলিং গ্রুপের সাথে দেখা করার পাশাপাশি স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণ করেন।

বীর তঞ্চঙ্গ্যা বলেন, ছোটবেলা থেকেই ভ্রমণ করতে ভালো লাগত। স্বপ্ন ছিল সাইকেল নিয়ে ৬৪ জেলা ভ্রমণ করবো, এখন সেটা পূরণ হলো। পরবর্তীতে সাইকেলে ভারতের ২৮ রাজ্য ভ্রমণ করার আশা প্রকাশ করেন। তিনি আগামীকাল (বুধবার) রাঙামাটি জেলা প্রশাসকের সাথে দেখা করবেন বলে জানা যায়।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ