বিএনএ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হতে না হতেই টাইগারদের আবার উড়াল দিতে হবে জিম্বাবুয়ে। সেখানে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
মঙ্গলবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দুই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে এখনও দেশে ফেরেননি ক্রিকেটারর। ২০ এবং ২১ জুলাই দুই ভাগে দেশে ফিরবেন তারা।
ক্রিকেটারদের কয়েকদিন দেশে বিশ্রাম দিতে সিরিজের সময়সূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে বিমানে চড়বেন টাইগার বাহিনী।
৩০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। এরপর ৩১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
টি-টোয়েন্টি শেষে শুরু হবে ওয়ানডের লড়াই। আগামী ৫, ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। দুই সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই সিরিজ
প্রথম টি-টোয়েন্টি (৩০ জুলাই, বিকেল ৫টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি (৩১ জুলাই, বিকেল ৫টা)
তৃতীয় টি-টোয়েন্টি (২ আগস্ট, বিকেল ৫টা)
প্রথম ওয়ানডে (৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
দ্বিতীয় ওয়ানডে (৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
তৃতীয় ওয়ানডে (১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
বিএনএ/ এ আর