Bnanews24.com
কভার করোনাভাইরাস জাতীয় সব খবর

দেশে এলো মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

দেশে এলো মডার্নার আরও ৩০ লাখ ডোজ

বিএনএ, ঢাকা : দেশে পৌঁছেছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সোমবার (১৯ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টিকা ঢাকায় পৌঁছায় টিকা বহনকারী কাতার এয়ারওয়েজের বিমানটি। টিকা নিয়ে বিমানটি সকালে অবতরণের কথা থাকলেও বিমানের শিডিউল পরিবর্তনের কারণে রাতে এসে পৌঁছায়।

বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২২ জুন যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেয়ার কথা ঘোষণা করে। এছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছে, সে তালিকায়ও বাংলাদেশের নাম রয়েছে।
যুক্তরাষ্ট্র ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত টিকাগুলো সরবরাহ করবে। তবে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার টিকাও সরবরাহ করবে বলে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।