Bnanews24.com
অর্থ-বাণিজ্য সব খবর

ডিএসই সংবাদ: পুঁজিবাজারে এনসিসি ব্যাংকের আয় বেড়েছে

পুঁজিবাজারে এনসিসি ব্যাংকের আয় বেড়েছে

বিএনএ,ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২২ শতাংশ।

কোম্পানিটির দেয়া তথ্য মতে, চলতি হিসাব বছরের ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.১৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির আয় বেড়েছে ০.২৬ টাকা বা ২২ শতাংশ।

এদিকে, শুধু দ্বিতীয় প্রান্তিকে ২০২১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৩৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ০.৫৩ টাকা বা ১৫১ শতাংশ।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৩০ টাকা।

বিএনএ নিউজ/ওজি