23 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ঈদুল আজহা নামাজ এর নিয়ত

ঈদুল আজহা নামাজ এর নিয়ত


জিলহজ মাসের ১০ তারিখ শরীয়তের নির্দেশানুসারে দুই রাকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে আদায় করে পশু জবাই করে, আনন্দ উৎসব করাকে ঈদুল আজহা বা কোরবানির ঈদ বলে। এই নামাজ আদায়ের নিয়ম ঈদুল ফিতরের নামাজের মতই আদায় করিতে হয়।

ঈদুল আজহার নামাজের নিয়ম

উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিায়ালিল্লাহি তা’আলা রাকাতাই সালাতি ঈদিল আদ্বহা মাআ সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

পবিত্র ঈদুল আজহার নামাজ দু ‘রাকাত।ওমর ইবনু খাত্তাব(রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ঈদুল আজহার নামাজ দু’রাকাত,ঈদুল ফিতরের নামাজও দু রাকাত। ঈদের নামাজের আগে আযান ও ইকামত দিতে হয় না। এটাই সুন্নাত।

ঈদের নামাজে তাকবির সংখ্যা 

আয়েশা(রা.)থেকে বর্ণিত। রাসুলুল্লাহ(সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে প্রথম রাকাতে ৭বার এবং দ্বিতীয় রাকাতে ৫বার তাকবির বলতেন।

ঈদের নামাজে খুতবাহ কখন দেয়া হয়?

ইবনু আব্বাস(রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, ”আমি রাসুলুল্লাহ(সা.), আবু বকর, ওমর ও উসমানের সাথে ঈদ উদযাপন করেছি। তারা সবাই খুতবার পূর্বে নামাজ সম্পন্ন করতেন।”

তাকবির

জিলহজ মাসের ৯ তারিখ হতে ১৩ই জিলহজ আছর পর্যন্ত  প্রত্যেক ফরজ নামাজের পর জোরে তাকবির বলা ওয়াজিব। একে তাকবীরে তাশরীক্ব বলা হয়।

 উচ্চারণ: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 

 

আরো পড়ুন : কুরবানি : গুরুত্ব ও নিয়মাবলি

 

বিএনএনিউজ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ