25 C
আবহাওয়া
৫:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » অনলাইনেই কাটা যাবে ঢামেক হাসপাতালের টিকেট

অনলাইনেই কাটা যাবে ঢামেক হাসপাতালের টিকেট

ঢামেকে ৩ দালাল আটক

বিএনএ, ঢাকা : এখন থেকে অনলাইনে কাটা যাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডাক্তার দেখানোর টিকেট। এর ফলে টিকিট কাটার দীর্ঘ লাইন থেকে রোগীরা মুক্তি পাবেন বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) দুপুরে ঢামেক হাসপাতালে অনলাইন টিকিট ও আইসিইউসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এতে করে আউটডোরের রোগীরা বেশি উপকৃত হবে জানিয়ে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, অনলাইনেই টিকিট কাটলে টিকিট কাটার সিরিয়ালে যে সময়টা লাগতো, সেটা বাঁচবে। আর টিকিটের দাম ১০ টাকাই রাখা হয়েছে।

জরুরি বিভাগের জন্যও অনলাইনে টিকিট কাটা যাবে জানিয়ে নাজমুল হক বলেন, ‘অনলাইনে যারা টিকিট কাটবেন, তাদের জন্য একটি আলাদা বুথ থাকবে। সেখানে অনলাইনে কাটা টিকিট দেখিয়ে ডাক্তার দেখানো যাবে।’

অনলাইন টিকিটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগী ও রোগীর স্বজনদের সময় বাঁচাতে ঢাকা মেডিকেল ই-টিকিটিংয়ের ব্যবস্থা করেছে। এটা খুবই ভালো উদ্যোগ। রোগীদেরকে আর লাইনে দাড়িয়ে চিকিৎসকের কাছে যেতে হবে না। অনলাইনে টিকিট নিয়ে সরাসরি চিকিৎসকের কাছে যেতে পারবেন।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ