17 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আহসানুল আলম

বিএনএ, ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন আহসানুল আলম। সোমবার (১৯ জুন) ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন আহসানুল আলম।

আহসানুল আলম দেশের বৃহত্তম কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেডের পরিচালক।

এছাড়া তিনি হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে পুরস্কৃত হয়েছেন তিনি।

তিনি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ