17 C
আবহাওয়া
১১:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আঁখি ও তার বাচ্চার ময়নাতদন্ত সম্পন্ন

আঁখি ও তার বাচ্চার ময়নাতদন্ত সম্পন্ন


বিএনএ, ঢাকা: রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি (২৫) ও তার নবজাতক বাচ্চার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মা ও নবজাতকের ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন মর্গ সহকারি সেকান্দার আলী।

তিনি জানান, চিকিৎসকরা মা ও তার সন্তানের ময়নাতদন্ত শেষ করেছেন।এখন আরও কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ করে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

মর্গ থেকে অপর একটি সূত্র জানান, ফরেনসিক চিকিৎসকরা ময়নাতদন্ত সম্পন্ন করেন। তাদের দেহ থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। সে গুলো পরীক্ষা করার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ