বিএনএ, ঢাকা : জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ এর একটি দল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার বিদ্যাধরপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র মাজেদুল ইসলাম (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার শটিবাড়ী গ্রামের মো. সায়েদ আলীর পুত্র আরিফ হোসেন (২৩) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট রশিদপুর গ্রামের মাসুদ আলমের পুত্র শাহাদাত হোসেন (২৩)।
র্যাব-৩ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, তাদের কাছ থেকে ১ টি মোটরসাইকেল, ২শ’ টাকার ২ টি ও ১শ’ টাকার মূল্যমানের ৫২ টি জালনোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জাল নোটের ব্যবসার সাথে নিজেদের সম্পৃক্ত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ জালনোট প্রস্তুত করে অন্যদের যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের মধ্যে সাজেদুল সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। তার দলে একাধিক সদস্য রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম, এইচ এইচ