24 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » পদ্মায় দুই ফেরির সংঘর্ষে নিহত-১: তদন্ত কমিটি গঠন

পদ্মায় দুই ফেরির সংঘর্ষে নিহত-১: তদন্ত কমিটি গঠন

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

বিএনএ ডেস্ক: পদ্মা নদীতে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বোরবার (১৯ জুন) তদন্ত কমিটি গঠন করার কথা নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান আহমদ শামীম আল রাজি। তিনি বলেন, ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান ডিজিএম শাহজাহান। তদন্ত কমিটি আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপর যাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শামীম আল রাজি বলেন, এখানে অবশ্যই ফেরি চালকের অবহেলা ছিল। যেখানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে নদী খরস্রোতা ছিল। সার্বিক বিষয় নিয়ে যারা যারা দায়িত্বে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার রাত সাড়ে তিনটার দিকে শরিয়তপুরের জাজিরায় মূল পদ্মা নদীতে ফেরি বেগম রোকেয়া ও সুফিয়া কামাল ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। চলন্ত ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন গাড়িচালক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দশজনের বেশি মানুষ।

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ
পদ্মায় দুই ফেরির সংঘর্ষ

নিহত খোকন শিকদার (৪০) পিকআপ ভ্যানের চালক ছিলেন। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংবাখালী এলাকার হারুন শিকদারের ছেলে। বরিশাল থেকে মাছ নিয়ে ঢাকায় আসছিলেন। দুর্ঘটনার সময় বেগম রোকেয়া ফেরিতে থাকা পিকআপ ভ্যানের চালক শামীম হোসেন মোল্যা নিখোঁজ রয়েছেন।

এদিকেকে ফেরিতে থাকা যাত্রী ও গাড়ির চালকরা জানান, ফেরি দুটির নৌপথ দেখার সার্চলাইট জ্বালানো ছিল না। এ ছাড়া নৌপথে আলাদা কোনো আলোর ব্যবস্থা ছিল না।

বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি সুফিয়া কামাল ৩০টি যানবাহন নিয়ে শরীয়তপুরের সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। একই নৌপথে ৩৪টি যানবাহন ও অর্ধশতাধিক যাত্রী নিয়ে সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাট অভিমুখে যাচ্ছিল ফেরি বেগম রোকেয়া। রাতে সাড়ে তিনটার দিকে দুটি ফেরি পদ্মা নদীর টার্নিং পয়েন্ট জাজিরা প্রান্তে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় দুটি ফেরি সামনের অংশ। বিকল হয়ে যায় বেগম রোকেয়া ফেরি গাড়ি ওঠানামার রেম্প। পরে সুফিয়া কামাল শিমুলিয়া ঘাটে ও বেগম রোকেয়া সাত্তার মাদবর মঙ্গলমাঝির ঘাটে পৌঁছে নোঙর করে রাখে। দুর্ঘটনার পর থেকে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ