28 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

বিএনএ ডেস্ক: সিলেট রেলস্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক। রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। খায়রুল কবির জানান, ‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।

শনিবার বন্যার পানিতে সিলেট রেলস্টেশন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তখন রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকাগামী যাত্রীরা জেলাটির ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের স্টেশন থেকে ট্রেনে করে যেতে পারবেন।

এদিকে, সিলেটে বৃষ্টিপাত কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। শহরটির সড়ক ও বাসাবাড়িতে এখনও হাঁটুপানি। তবে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা থেকে পানি নেমে গেছে। এখন মোটামুটি স্বাভাবিক সেখানকার সেবাদান কার্যক্রম। তবে ভয়াবহ অবস্থায় রয়েছে কোম্পানীগঞ্জের মানুষ। সেখানে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই। খাবার সংকটে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ