26 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু

বিএনএ ডেস্ক: সিলেট রেলস্টেশন থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক। রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (১৯ জুন) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। খায়রুল কবির জানান, ‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।

শনিবার বন্যার পানিতে সিলেট রেলস্টেশন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তখন রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকাগামী যাত্রীরা জেলাটির ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের স্টেশন থেকে ট্রেনে করে যেতে পারবেন।

এদিকে, সিলেটে বৃষ্টিপাত কমলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। শহরটির সড়ক ও বাসাবাড়িতে এখনও হাঁটুপানি। তবে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলা থেকে পানি নেমে গেছে। এখন মোটামুটি স্বাভাবিক সেখানকার সেবাদান কার্যক্রম। তবে ভয়াবহ অবস্থায় রয়েছে কোম্পানীগঞ্জের মানুষ। সেখানে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেই। খাবার সংকটে নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ