বিএনএ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আটকে থাকা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল পরীক্ষা ঈদুল আযহার পর অনুষ্ঠিত হবে। শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব পরীক্ষা সশরীরে নাকি অনলাইনে সেটা স্ব-স্ব বিভাগ সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে অধিকাংশ বিভাগ সশরীরে নেওয়ার পক্ষে সুপারিশ করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান জানান, পরিস্থিতি ভালো থাকলে ঈদের এক সপ্তাহ পরে পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সকল বিভাগের পরীক্ষা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ গ্রহণ করা হবে।
বিএনএনিউজ/তারিক, মনির