27 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭

২৪ ঘন্টায় চট্টগ্রামে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

বিএনএচট্টগ্রাম :  গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৯৮০টি নমুনা পরীক্ষায় ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৯১ জন এবং উপজেলায় ৬৬ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৪৫ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগর ও জেলায় ১ জন করে মৃত্যবরণ করেছে। শনিবার (১৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ল (চবি) ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ৩৬ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৯টি নমুনা পরীক্ষায় ৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় ৩১ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০০টি নমুনা পরীক্ষায় ৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৮ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩১টি নমুনা পরীক্ষায় ১০ জন ও মেডিকেল সেন্টার  ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডাসেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬৭ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৪৫ জন। যাদের মধ্যে নগরে ৪৪ হাজার ৩৩ জন এবং উপজেলায় ১১ হাজার ৮০৭ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুতে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৬ জন। যাদের নগরে ৪৬০ জন এবং উপজেলায় ১৯৬ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ