24 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » উরুগুয়েকে হারিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা

উরুগুয়েকে হারিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। এর আগের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। এই জয়ে ‘বি’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছে লিওনেল স্কালোনির দল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে চিলি। এক পয়েন্ট নিয়ে উরুগুয়ে চারে।

ব্রাজিলের এস্তাদিও ন্যাশিওনাল দে ব্রাসিলায় প্রথমার্ধের শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৩তম মিনিটে মেসির দারুণ এক ক্রসে মিডফিল্ডার গুইদো রদ্রিগেসের হেড পোস্টের ভেতর দিকে লেগে অতিক্রম করে উরুগুয়ের গোললাইন। এগিয়ে যায় লা আলবিসেলেস্তেরা।

২৭তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। বল পায়ে অনেকটা এগিয়ে গিয়ে মেসি খুঁজে নেন নাহুয়েল মোলিনাকে। তার বুলেট গতির শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন উরুগুয়ে গোলরক্ষক।

আর্জেন্টিনার আক্রমণের ঝাপটা সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় উরুগুয়ে। কিন্তু আক্রমণে সুবিধা করতে পারেনি দলটি। যোগ করা সময়ে সুযোগ আসে তাদের সামনে। কিন্তু ডি বক্স থেকে ঠিক মতো শট নিতে এদিনসন কাভানি।

প্রথমার্ধে আর্জেন্টিনা গোলের জন্য পাঁচটি শট নেয়, সবকটি ছিল লক্ষ্যে। উরুগুয়ের শট নিতে পারে কেবল একটি, সেটিও ছিল না লক্ষ্যে।দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি একটু বাড়ায় উরুগুয়ে। রক্ষণে নিজেদের কিছুটা গুটিয়ে নেয় আর্জেন্টিনা।

৬৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পায় উরুগুয়ে। কাছের পোস্টে দারুণ একটি ক্রসে একটুর জন্য মাথা ছোঁয়াতে পারেননি কাভানি। দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি লুইস সুয়ারেস।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ