14 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নওগাঁয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নওগাঁয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নওগাঁয় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বিএনএ, নওগাঁ: নওগাঁর সাপাহারে বহুল প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তৌফিক (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১৮মে) দিবাগত রাত ২টার পর কোনো এক সময় নিজের শোবার কক্ষে আত্মহত্যা করে সে।

তৌফিক উপজেলা সদরের গুচ্ছগ্রামের মোস্তফা মন্ডলের ছেলে। সে সাপাহার সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ভোটের প্রচারণা শেষে বাসায় এসে দরজায় খুলতে ডাকেন তৌফিকের বাবা মোস্তাফা। এ সময় তৌফিক বাসার দরজা খুলে দেন। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টার পর তার নিজের ফেসবুক আইডিতে লেখেন- ‘পৃথিবী থেকে বিদায়, ভালো থাকো সবাই, সব শেষ আমার’। এরপর তার এই লেখাটি ম্যাসেঞ্জারে কয়েকজন বন্ধুকে পাঠায়।

পরে সকালের দিকে ঘরের দরজা না খুললে তার বাবা-মা ঘরের জানালা দিয়ে তৌফিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাদের চিৎকারে লোকজন এসে ঘরের দরজা ভেঙে মরদেহ নামায়। খবর পেয়ে সাপাহার ও পোশার সার্কেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ