22 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে বজ্রপাতে দুই গবাদিপশুর মৃত্যু

রাউজানে বজ্রপাতে দুই গবাদিপশুর মৃত্যু

রাউজানে বজ্রপাতে দুই গবাদিপশুর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের দুটি গরু (গাভী) মারা গেছে। রোববার (১৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম শামসুল আলম। মারা যাওয়া ওই দুটি গরুর দাম তিন লাখ টাকা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে বিলে ঘাস খাওয়ার জন্য গাভী দুটিকে খুঁটির সঙ্গে বেঁধে আসেন শামসুল আলম। সকাল ১১টার দিকে প্রচণ্ড বজ্রপাত শুরু হলে তিনি গরু দুটি আনতে যান। কিন্তু এ সময় বজ্রপাতের মাত্রা বেশি হওয়ায় তিনি বাড়ি চলে আসেন। পরে এক স্কুল শিক্ষক তাকে ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে তিনি কান্নায় ভেঙে পড়েন। গরু দুটির দাম আনুমানিক তিন লাখ বলে জানান ওই কৃষক।

খবরটি নিশ্চিত করেছেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু। তিনি জানান, বজ্রপাতে দুটি গাভী মারা যাওয়ার খবর পেয়েছি। তিনি বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা মাঠে গরু না রাখতে এবং তীব্র তাপদাহে খামারিদের নিদিষ্ট তাপমাত্রায় রাখার পরামর্শ দেন।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ