বিএনএ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমেছে। একই সঙ্গে আগের তুলনায় আরও কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। এই অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে— দেশের বৃষ্টি প্রবণতা আরও দিন দশেক থাকতে পারে। অর্থাৎ আগামী ২৮ মে পর্যন্ত থাকবে বৃষ্টিপাত।
এদিকে আগামী ২২ বা ২৩ মের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদেরই একজন ওমর ফারুক। তিনি বলেছেন, এখন পর্যন্ত এটার মুভমেন্টটা ভারতের উড়িষ্যার দিকে। তৈরি না হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশে আঘাত হানবে কি না, তবে ২৭ তারিখের দিকে উপকূলে আসতে পারে।
অপর দিকে শনিবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিন বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১০১ মিলিমিটার। এর বাইরে ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর চট্টগ্রামের সন্দ্বীপসহ দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ওঠার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি বলেছেন, ২০ মের কাছাকাছি সময়ে সারাদেশে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ ৩/৪ দিন স্থায়ী হতে পারে সেই বৃষ্টি। এর আগে যা হবে তা ততটা প্রভাব ফেলবে না। বৃষ্টির পর আবার তাপপ্রবাহ আসতে পারে।
বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা