19 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মহেশখালীতে ডাকাত কালাসোনা গ্রেফতার , অস্ত্র উদ্ধার

মহেশখালীতে ডাকাত কালাসোনা গ্রেফতার , অস্ত্র উদ্ধার


বিএনএ, কক্সবাজার: মহেশখালীর দুর্ধর্ষ ডাকাত জায়দুল ইসলাম (২৫) প্রকাশ কালাসোনা কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার হোয়ানক পানির ছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, “জায়দুল ইসলাম ‘প্রকাশ কালাসোনা”কে আটকের পর অভিযানের এক পর্যায়ে তার কাছে থাকা দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রের কথা স্বীকার করে। মহেশখালী থানা পুলিশের একটি টিম দিবাগত রাত ২ টায় পানির ছড়া এলাকায় এক বসত বাড়ি থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি ডাকাতির মামলা এবং সম্প্রতি মহেশখালীর শাপলাপুরের এক ডাকাতির ঘটনার সাথে তার জড়িত থাকার তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুইটি নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। এসময় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।

আটক জায়দুল (প্রকাশ কালাসোনা) হোয়ানকের পানিরছড়া এলাকার মৃত জাফর আলমের পুত্র।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন , ওজি

Loading


শিরোনাম বিএনএ