25 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফারুকের আসন শূন্য ঘোষণা

ফারুকের আসন শূন্য ঘোষণা

ফারুকের আসন শূন্য ঘোষণা

বিএনএ, ঢাকা: সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১৮ মে) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রসঙ্গত, যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ