30 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই

সাংবাদিক মাহতাব উদ্দিন আর নেই


বিএনএ, ঢাকা : প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ মাহতাব উদ্দিন আর নেই। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ মাহতাব উদ্দিন ১৯৪১ সালের ৩০ জুলাই পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পাকিস্তান বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে অবসর নেন।  এর আগে তিনি দৈনিক বাংলাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

মাহতাব উদ্দিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ