22 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাইক চালিয়ে ওমরায় গেলেন আবরার হাসান

বাইক চালিয়ে ওমরায় গেলেন আবরার হাসান

বাইক চালিয়ে ওমরায় গেলেন আবরার হাসান

বিএনএ,ডেস্ক : পাকিস্তানি বাইকার এবং ব্লগার আবরার হাসান। ইতিমধ্যেই ৮০ টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। যার মধ্যে অন্তত ১২ টি দেশ ভ্রমণ করেছেন মোটরসাইকেলে। তিনি এই বছর সিদ্ধান্ত নিয়েছিলেন বাইক চালিয়ে ওমরাহ পালন করার। ফেব্রুয়ারীর ৯ তারিখে সেীদি আরবের পথে বের হন তিনি ।  পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব থেকে।  আবরার হাসান ৫ এপ্রিল সৌদি আরবের মদিনায়  মসজিদে  নববীতে পৌছেন।

মদিনা থেকে ভিডিও বার্তায় আবরার হাসান আরব নিউজকে বলেন, এটা সবসময়ই আমার স্বপ্ন ছিল ।(মোটরবাইকে সৌদি আরব ভ্রমণ করা)এবং এই বছরে তা সত্যি হয়েছে। সম্ভবত এমন কিছু অনুভূতি আছে যা আপনি শব্দে বর্ণনা করতে পারবেন না … তাই, সবকিছুই আমার জন্য পরাবাস্তব ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্তকে একেবারে পছন্দ করেছি।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ