27 C
আবহাওয়া
৭:১৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা

ময়মনসিংহে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. আব্দুল মনসুর ড্রাইভার (৫০) নামে এক জনের নামে মামলা হয়েছে। বুধবার (১৮ মে) রাত ১১ টার দিকে ওই শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

মো. আবুল মনসুর ড্রাইভার নগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত আছর আলীর ছেলে। সে পেশায় বাস চালক।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিশু জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা স্বপরিবারে নগরীতে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। আব্দুল মনসুর ড্রাইভার ওই শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে আসলে মনসুর ড্রাইভার পালিয়ে যায়। পরে শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা মামলা দায়ের করেন।

ফারুক হোসেন বলেন, আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে কাজ করছে।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ