বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের গাজায় তিনটি মসজিদ ধ্বংস করেছে ইসরায়ল। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ মসজিদ। গাজার ওয়াকফ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি গণমাধ্যম ‘ফিলিস্তিন আল ইয়াউম’ জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের হামলায় তিনটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ৪০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার আশঙ্কায় ৪২টি মসজিদ বন্ধ রাখা হয়েছে বলেও ওয়াক্ফ মন্ত্রণালয় জানিয়েছে।
জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় ৫২ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন।
গত ১০ দিন ধরে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়লি বাহিনী। বহু বহুতল আবাসিক ভবনকেও গুড়িয়ে দিয়েছে তারা। এ পর্যন্ত গাজায় অন্তত ২১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে ৬৩ শিশু ও ৩৬ জন নারী রয়েছে। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।