বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ছুরিকাঘাতে মো.কোরবান আলী সোহেল (২৬) নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রাতে সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
এসময় উদ্ধার করা হয় একটি মোটর সাইকেল। নিহত মো.কোরবান আলী সোহেল উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড তেলিপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি-তদন্ত সুমন বণিক জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে মো.কোরবান আলী সোহেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন