বিএনএ, ঢাকা : রোহিঙ্গাদের সহায়তায় চলতি বছরে ১৩১৭ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র।
সোমবার নারী ও শিশুসহ ৯ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকট মোকাবিলায় যৌথ কার্যক্রম পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয় দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেনের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন এ অর্থ সহায়তা নিয়ে ২০১৭ সালের মার্চ থেকে এ পর্যন্ত মানবিক সহায়তার পরিমাণ দাঁড়াল ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশের ভেতরে পরিচালিত কার্যক্রমে ১ দশমিক ১ বিলিয়ন ডলার।
বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশের ওপর যে ব্যয়ভার ও দায়িত্ব এসে পড়েছে, সেগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত।
এ অঞ্চলের যেসব দেশ রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, তাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।
বিএনএনিউজ/জেবি