বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইসফাহান শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয়।
গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার জবাব দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইসরায়েল। তবে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। সে আহবান উপেক্ষা করে ইসরায়েল হামলা চালাল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।
ইসফাহানেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন “নির্ভরযোগ্য সূত্রের” কথা উল্লেখ করে পারমাণবিক স্থাপনাগুলো নিরাপদে আছে বলে দাবি করেছে।
বিএনএনিউজ/এইচ.এম/হাসনা