27 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বিএনএ, ঢাকা : সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতাকারী চীনা পক্ষের সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আশা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) মন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় চীনের বিশেষ দূত দেং সিজুন-এর সাথে তার সাম্প্রতিক বৈঠকের বিষয়ে মন্তব্য করার সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের তাদের (রোহিঙ্গা) ফেরত (মিয়ানমারে) পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি, তারা (রোহিঙ্গা) মর্যাদার সাথে তাদের ঘরে ফিরে যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সুবিধার্থে অনেকেই কাজ করছে, তবে তা না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনের তারিখ বলা সম্ভব নয়।

মোমেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বলেন, ‘আমরা আশা করি তারা (রোহিঙ্গা) শিগগিরই ফিরে যাবে।’

মোমেন বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার সুবিধার্থে চীনা পক্ষ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার বলা উচিত তারা (চীন) একটি খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং তারা সে অনুযায়ী কাজ করছে।’

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ