19 C
আবহাওয়া
১২:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ, ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ, ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

ঢাকা কলেজ বন্ধ

বিএনএ, ঢাকা :  ঢাকা কলেজের হলসমূহ ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা  বলা হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজের সকল আবাসিক শিক্ষার্থীকে উদ্ভুত পরিস্থিতি এড়াতে আজ বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোমবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নিউমার্কেটে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে গেলে দোকানদারদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে সড়ক বন্ধ থাকায় ওই এলাকার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ