20 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা কলেজের ক্লাস-পরীক্ষা স্থগিত

কলেজ

বিএনএ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-পুলিশ ও ব্যবসায়ীদের ত্রিমুখী সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ওয়েবসাইটে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

সোমবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। দিবাগত রাত ১টা পর্যন্ত দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। তাৎক্ষণিক সংঘর্ষের কারণ জানা যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ