20 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ


বিএনএ, ঢাকা : রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে।

সংঘর্ষের কারণ জানা যায়নি। দফায় দফায় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চন্দ্রিমা সুপারমার্কেটের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

নিউ মার্কেট থানার ডিউটি অফিসার রুমি বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে আমাদের স্যাররা ঘটনাস্থলে রয়েছেন। জেনেছি পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ