17 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জ্বালাও–পোড়াও ইসলামে হারাম, ধৈর্য ধারণ করুন-জুনায়েদ বাবুনগরী

জ্বালাও–পোড়াও ইসলামে হারাম, ধৈর্য ধারণ করুন-জুনায়েদ বাবুনগরী

জুনায়েদ বাবুনগরী

বিএনএ, ঢাকা : হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজতে ইসলাম জ্বালাও–পোড়াও বিশ্বাস করে না। এগুলো ইসলামে হারাম, নাজায়েজ। নেতা–কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোন  বিপদে ধৈর্য ধারণ করুন। সংঘাতে যাবেন না। সংঘাত ও ভাঙচুরে জড়াবেন না।  দোয়া করুন।

সোমবার(১৯ এপ্রিল) রাতে হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর প্রেরিত এক ভিডিও বার্তায় তিনি এমন আহবান জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা বাবুনগরী বলেন, হেফাজত শান্তি-শৃঙ্খলা চায়। কোনো অশান্তি বা বিশৃঙ্খলায় যেতে চায় না। হেফাজত কোনো সংঘাতেও যেতে চায় না। কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজতের উদ্দেশ্য নয়। কোনো পার্টি বা দলের এজেন্ডা বাস্তবায়ন হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। হেফাজতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে হযরত মুহাম্মদ (স:) এর এজেন্ডা বাস্তবায়ন করা। এই হল হেফাজতের অবস্থান।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ