21 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে:মির্জা ফখরুল

ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে:মির্জা ফখরুল

ধর্মীয় নেতাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে:মির্জা ফখরুল

বিএনএ ঢাকা: দেশের ধর্মীয় নেতা ও আলেম-ওলামারাদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ২৬ মার্চকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো পরিকল্পিত।বায়তুল মোকাররমে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল তা শান্তিপূর্ণ ছিল। এটাকে অশান্তিপূর্ণ করে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পুলিশের। এরপর ওই কর্মসূচিতে সন্ত্রাসীরা হামলা চালায়। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অবিলম্বে মামলা মোকদ্দমা তুলে ধর্মীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি দাবি করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন,  সরকার লকডাউনের সুযোগ নিয়ে একটা ক্র্যাকডাউন করেছে। সেই ক্র্যাকডাউনের মধ্য দিয়ে আজকে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি ধর্মীয় নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এই হয়রানি দেশের ধর্মপ্রাণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ