15 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ছয় বছর পর জুটি বাধলেন দেব-শ্রাবন্তী

ছয় বছর পর জুটি বাধলেন দেব-শ্রাবন্তী

দেব-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: প্রায় ছয় বছর পর আবারো জুটি হিসেবে পর্দায় ফিরছেন দেব ও শ্রাবন্তী। দেব ও শ্রাবন্তীর নতুন সিনেমার নাম ‘খেলাঘর’। তাদের সঙ্গে আরো রয়েছেন পাওলি দাম। এটির পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়।

আধুনিক সমাজে নারী পুরুষের সম্পর্কের টানাপড়েনের গল্প উঠে আসবে ‘খেলাঘর’-এ। সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা লীনা বলেন, ‘সম্পর্কের গল্প বলতে আমি সবসময় ভালোবাসি। স্বামী-স্ত্রীর মধ্যের গল্পের অনেক অধ্যায় থাকে। যা কখনো পুরোনো হয় না।’

‘খেলাঘর’-এ একটি পুরুষ এবং দুজন নারীর ত্রিকোণ প্রেমের সমীকরণের গল্প দেখা যাবে। সিনেমার প্রযোজক অতনু রায় চৌধুরী বলেন, সব ধরনের দর্শককে বিনোদন দিতে হলে ফ্যামিলি ড্রামার কোনও বিকল্প হয় না।

আগামী আগস্ট বা সেপ্টেম্বর থেকে ‘খেলাঘর’-এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ২০২২ এর জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা ভাবছেন তারা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ